এআই-র রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে হলে দরকার এই তিন বই!
এই বই তিনটের মধ্যে যেকোনো একটা পড়লেই আপনি সাধারণ এআই অনুরাগী থেকে উঠে আসতে পারেন আসল খেলোয়াড় হিসেবে।
এখন তো এআই নিয়ে মাতামাতি এমন পর্যায়ে গেছে যে লাগছে, ২০ বছর পরে যারা প্রাচীন সভ্যতা খুঁজতে বেরোবে, তারা বলবে— “হলোগ্রাফিক ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া গেল, ২০২৫ সালে পৃথিবীর সবাই চ্যাটবটকে বাবা-মা বলে ডাকত!” কিন্তু এআই কেবল হাওয়ায় ভেসে থাকা ফ্যাশন নয়, বাস্তবের বুনোটে জড়িয়ে যাওয়া এক অদৃশ্য সুতোর মতো। এবং যদি সত্যি চান এই বিশাল জগতের যন্ত্রপাতি নিজের হাতে গড়তে, তাহলে এই তিনটি বই একবার পড়ে ফেললে আপনাকে কেউ ঠেকাতে পারবে না!
Sebastian Raschka-এর বই: নিজের হাতে এলএলএম বানানোর মহাগ্রন্থ!
Sebastian Raschka যদি মধ্যযুগে জন্মাতেন, তাহলে নিশ্চিতভাবে কোনো এক অন্ধকারাচ্ছন্ন গুহায় বসে জাদুবিদ্যার চর্চা করতেন। এখন যেহেতু সময়টা ডিজিটাল, তাই তিনি পুরো একটা এলএলএম (Large Language Model) বানানোর রেসিপি-সহ বই লিখে ফেলেছেন! যারা চান নিজেদের হাতে একটা ভাষা মডেল গড়তে, এটাই হলো তাদের জাদুর কাঠি। তাত্ত্বিক আলোচনায় না গিয়ে Raschka হাতে-কলমে শেখান কীভাবে কোড লিখতে হয়, কীভাবে নিউরাল নেটওয়ার্কের কাঠামো তৈরি হয়, কীভাবে ব্যক্তিগত এআই গোপনীয়তাকে সুরক্ষিত রাখতে পারে। এই বই পড়ার পর আপনার মনে হবে, “গুগল যখন পারে, আমিও পারব!”
Chip Huyen-এর বই: এআই বানানোর নয়, এআই দিয়ে ব্যবসা বানানোর গল্প!
যদি Raschka-এর বইতে এআই তৈরি করার পেছনের বিজ্ঞান থাকে, তাহলে চিপ-এর বই হলো সেই বিজ্ঞানকে ব্যবহার করে বাজার কাঁপানোর কৌশল। চিপ এআই মডেল বানানোর চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কীভাবে সেগুলো ব্যবহার করে ব্যবসায়িক সমাধান আনা যায়। কেবল একটা চ্যাটবট তৈরি করলেই হবে না, সেটাকে কীভাবে কাজে লাগিয়ে টাকা কামানো যায়, সেটাও জানতে হবে! এই বই বলছে, “এআই মডেল তৈরি করো, কিন্তু শুধু মডেল নিয়ে বসে থাকলে হবে না—সেটাকে মানুষের কাজে লাগাতে শেখো!” মানে, এখানে এআই কেবল গবেষণার বিষয় নয়, বরং একটা স্টার্টআপের হাতিয়ার।
‘LM Engineers Handbook’: যারা এআই নিয়ে সত্যিই বড় কিছু করতে চায়, এটা তাদের জন্য!
Paul Iusztin, ও Maxime Labonne যেন এআই ইঞ্জিনিয়ারদের জন্য চাঁদের দেশে যাওয়ার রকেট বানিয়েছেন। এই বইতে থাকছে ক্লাউড ডিপ্লয়মেন্ট, মডেল অপারেশনস (LMOps), এবং কাস্টম এআই প্রোজেক্ট গড়ার দারুণ গাইডলাইন। যেমন—কীভাবে একটা ডিজিটাল টুইন তৈরি করা যায়, কীভাবে এলএলএমকে এত দক্ষ করে তোলা যায় যে, সে মানুষের মতোই সিদ্ধান্ত নিতে পারে।
এই বই তিনটের মধ্যে যেকোনো একটা পড়লেই আপনি সাধারণ এআই অনুরাগী থেকে উঠে আসতে পারেন আসল খেলোয়াড় হিসেবে। আর সব পড়ে ফেলতে পারলে? তাহলে আপনি আর এআই-র মধ্যে পার্থক্য কোথায়, সেটাই ভাবতে হবে!
📚 AI Engineering (by Chip Huyen) 👉 https://amzn.to/4ic0MpA
📚 Build a Large Language Model (From Scratch) (by Sebastian Raschka) 👉https://amzn.to/3FBeL9Z
📚 LLM Engineer's Handbook (by Paul Iusztin, Maxime Labonne) 👉https://amzn.to/4iA1mgT
বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লিখে ফেলেন না একখান বই, ভাই😊