জাতীয় সংগীত শুনিয়ে ছায়ানট সভাপতি ড. সনজীদা খাতুনের বিদায়
Mar 26, 2025

Nota Bene
নোটা বেনে কেন?
নোটবুকের পাতা ওল্টাতে গিয়ে দেখলাম, অনেক কিছুই লেখা আছে—কিছু অপূর্ণ, কিছু ভুলে যাওয়া, কিছু এতটাই হেলাফেলা করা যে নিজে কাছেই অবাক লাগল। ঠিক করলাম, এইখান থেকেই শুরু করা যাক এক নতুন পর্ব। নাম দিয়েছি নোটা বেনে—ল্যাটিন থেকে ধার করা, বাংলা করলে দাঁড়ায় ‘বিশেষ দ্রষ্টব্য’।
মানে, এমন কিছু লিখব, যা চোখ এড়িয়ে গেলে পরে আফসোস হবে। যেমন পুরনো ডায়েরির ভাজে সেঁটে থাকা শুকনো গোলাপ, যা আসলে একটা রাতের স্মৃতি ধরে রেখেছে, বা বাজারের টু ডু লিস্টে হঠাৎ চোখে পড়া ‘হলুদ ২০০ গ্রাম’, যা মনে করিয়ে দেয় কোনো একদিন কেউ ফোনের ওপারে দাঁড়িয়ে বলেছিল, “বাইরে বেরোলে একটু হলুদ এনো তো।”
এটা কোনো সুবচন সংকলন হবে না, গুরুগম্ভীর লেখাও না। বরং একরাশ এলোমেলো চিন্তা, অর্ধেক-লিখে ফেলে-রাখা বাক্য, কিছু সোজা কথা আর একটু ঠাট্টা—নিজের দিকেও, অন্যদের দিকেও। কখনও সিরিয়াস, কখনও নির্লিপ্ত, কখনও চটুল।
যারা পড়বে, তারা ধরে নেবে, আমি একটা গল্প বলছি—কখনও নিজের, কখনও অন্যদের। সত্যি-মিথ্যের দোলাচলে, যা লিখব, সেটাই আসল সত্যি—অন্তত এই মুহূর্তের জন্য। তাহলে, শুরু করা যাক। নোটা বেনে।
নিউজলেটারটি সাপ্তাহিক। - ধন্যবাদ।
নোটা বেনে কেন?
নোটবুকের পাতা ওল্টাতে গিয়ে দেখলাম, অনেক কিছুই লেখা আছে—কিছু অপূর্ণ, কিছু ভুলে যাওয়া, কিছু এতটাই হেলাফেলা করা যে নিজে কাছেই অবাক লাগল। ঠিক করলাম, এইখান থেকেই শুরু করা যাক এক নতুন পর্ব। নাম দিয়েছি নোটা বেনে—ল্যাটিন থেকে ধার করা, বাংলা করলে দাঁড়ায় ‘বিশেষ দ্রষ্টব্য’।
মানে, এমন কিছু লিখব, যা চোখ এড়িয়ে গেলে পরে আফসোস হবে। যেমন পুরনো ডায়েরির ভাজে সেঁটে থাকা শুকনো গোলাপ, যা আসলে একটা রাতের স্মৃতি ধরে রেখেছে, বা বাজারের টু ডু লিস্টে হঠাৎ চোখে পড়া ‘হলুদ ২০০ গ্রাম’, যা মনে করিয়ে দেয় কোনো একদিন কেউ ফোনের ওপারে দাঁড়িয়ে বলেছিল, “বাইরে বেরোলে একটু হলুদ এনো তো।”
এটা কোনো সুবচন সংকলন হবে না, গুরুগম্ভীর লেখাও না। বরং একরাশ এলোমেলো চিন্তা, অর্ধেক-লিখে ফেলে-রাখা বাক্য, কিছু সোজা কথা আর একটু ঠাট্টা—নিজের দিকেও, অন্যদের দিকেও। কখনও সিরিয়াস, কখনও নির্লিপ্ত, কখনও চটুল।
যারা পড়বে, তারা ধরে নেবে, আমি একটা গল্প বলছি—কখনও নিজের, কখনও অন্যদের। সত্যি-মিথ্যের দোলাচলে, যা লিখব, সেটাই আসল সত্যি—অন্তত এই মুহূর্তের জন্য। তাহলে, শুরু করা যাক। নোটা বেনে।
নিউজলেটারটি সাপ্তাহিক। - ধন্যবাদ।
Share this post