Welcome to Riton’s Substack!

Riton Khan is hard to pin down. He’s a writer and an engineer, but neither title quite captures the way he moves between two seemingly opposite worlds. One moment, he’s lost in a book; the next, he’s deep in code. He writes, he translates, he reviews—pulling ideas from literature, technology, and history to make sense of a rapidly shifting world.

By day, he works in the U.S. healthcare sector as an engineer. But his real intellectual energy is focused elsewhere—on artificial intelligence and the ways it’s reshaping society. He thinks about the ethical risks, the privacy battles, and the creeping influence of algorithms in everyday life. These aren’t abstract questions for him; they’re urgent, personal, and increasingly impossible to ignore.

His interests don’t stop at technology. He’s studied everything from public library strategy to ancient manuscripts, making him equally comfortable discussing digital archives or the fragile remains of a centuries-old scroll. He is also a relentless book collector, amassing more than 30,000 volumes—a personal library that reflects his wide-ranging curiosity. The past and the future hold equal weight in his mind.

As a writer, Khan’s style is fluid, thoughtful, and unafraid of complexity. He writes regularly on Substack (riton.substack.com), often tackling the uneasy relationship between humans and technology.

Want to reach him? Forget the mailing address—just send an email: hello@riton.us.


🌟 রিটন খান লেখক, প্রকৌশলী। তবে তাঁর পরিচিতির সবচেয়ে মজার দিক হলো, তিনি একাধারে কল্পনাবিলাসী ও প্রযুক্তিপাগল মানুষ। বইয়ের পাতায় হারিয়ে যান, আবার কম্পিউটারের স্ক্রিনে বাস্তবতা খোঁজেন। নিজের মৌলিক লেখালেখির পাশাপাশি বই নিয়ে চর্চা করেন, নিয়মিত বই পর্যালোচনা লেখেন, অনুবাদ করেন, আর নানান রকম ভাবনার গদ্য সাজান।

এই ব্যস্ত মানুষের কর্মজীবনও কম চমকপ্রদ নয়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে প্রকৌশলী হিসেবে কাজ করেন, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। কেমন গবেষণা? মূলত প্রযুক্তি আর সমাজের সম্পর্ক, বিশেষত AI-এর নৈতিকতা, গোপনীয়তার সংকট, আর মানুষের জীবনে প্রযুক্তির দাপট নিয়ে ভাবেন।

শুধু প্রযুক্তি নয়, তাঁর আগ্রহের পরিধি আরও বিস্তৃত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে "Strategic Planning for Public Libraries"এবং "Scrolls in the Age of the Book" বিষয়েও পড়াশোনা করেছেন। অর্থাৎ, আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা ও প্রাচীন পাণ্ডুলিপির জটিলতা দুই-ই তাঁর জানা। অতীত আর ভবিষ্যৎ—দুই দিকেই তাঁর সমান আগ্রহ। তিনি একনিষ্ঠ বইসংগ্রাহকও, তাঁর ব্যক্তিগত গ্রন্থাগারে তিন হাজার নয়, তিরিশ হাজারেরও বেশি বই ঠাঁই নিয়েছে—একটা আস্ত লাইব্রেরি, যা তাঁর অগাধ কৌতূহলের প্রতিচিত্র। তাঁর মনে অতীত আর ভবিষ্যৎ একই ওজনে দোল খায়।

লেখালেখির জায়গায়ও তাঁর হাত চলমান। সহজ, সরল ভাষায় গভীর কথা বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা আর ঐতিহাসিক প্রেক্ষাপট মিশিয়ে চিন্তাশীল আলোচনা সাজান। কোথায় লেখেন? নিয়মিত Substack-এ, এই ঠিকানায়: riton.substack.com। তাঁর লেখাগুলোতে বারবার উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তার জটিলতা, প্রযুক্তির সঙ্গে মানুষের সম্পর্কের টানাপোড়েন।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁকে চিঠি পাঠাতে চাইলে ঠিকানার দরকার নেই, শুধু একটা ইমেল দিলেই হয়—hello@riton.us।

To receive new posts and support my work, consider becoming a free or paid subscriber.

User's avatar

Subscribe to Riton Khan

আমি লিখি কারণ আমি বিশ্বাস করি, সাহিত্যের মধ্যে দিয়ে একটা API খুলে রাখা যায়, যার মাধ্যমে মানুষ তার নিজের অস্তিত্বের প্রশ্নগুলো আলতো করে পৃথিবীর গায়ে টোকা মেরে পাঠিয়ে দিতে পারে—উত্তরটা একদিন মেলে, হয়তো গুগল করে নয়, বরং একটা গল্প পড়ে।

People

As a writer, engineer, avid reader, and AI enthusiast, Riton shares reading tips, book recommendations, and engaging articles on AI ethics and privacy.