Discussion about this post

User's avatar
khaled haider 's avatar

ঘনত্বের কিঞ্চিৎ এদিক ওদিক ছেড়ে দিলে, ধর্ম ভিত্তিক সকল রাজনীতিই কি তোমার বর্ণিত ইসলামের মত না? পশ্চিমা বিশ্বের রাজনীতি-সংস্কৃতি-অর্থনীতি যেহেতু মুলত ইসলাম দ্বারাই আক্রান্ত, তাই তারা 'জনরা' বাদ দিয়ে শুধু তাদের এই মুহূর্তের সমস্যা ইসলামকেই একক হিসেবে ধরে। ইন্ডিয়াতে, পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ জনসংখ্যার দেশ, মানুষের উুচু-নীচু-অস্পৃশ্য বিভিন্ন জাত ভিত্তিক যে অসহিষ্ণু ও হিংস্র সমাজ কাঠামো গঠনের প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে পশ্চিমের টু শব্দটিও নেই। যেমন নেই ইসরাইলের যায়োনিজম'র (জুডাইজম্) বিরুদ্ধে। বিষয়টি নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তার অবকাশ রয়েছে বলেই ধারণা আমার।

Expand full comment

No posts