গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন এমন এক সিদ্ধান্ত গ্রহণ করল, যা কার্যত যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন ও ধনসম্পন্ন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের উপর এক আক্রমণাত্মক শাসনপ্রয়াস। প্রেসিডেন্ট অ্যালান গারবার এবং বোর্ডের সিনিয়র ফেলো পেনি প্রিট্স্কারকে পাঠানো এক অত্যুগ্র পত্রে হোয়াইট হাউস দাবি করে, তারা হার্ভার্ডের পাঠ্যক্রম, নিয়োগনীতি এবং ভর্তি-প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে চায়। বিশ্ববিদ্যালয় যদি এ দাবি মেনে নিত, তবে তা কেবল আত্মনিয়ন্ত্রণ নয়—শিক্ষার স্বাধীনতার মৌলিক আদর্শ বিসর্জনের নাম হতো।
Share this post
হার্ভার্ড বনাম হোয়াইট হাউস: শিক্ষাগত…
Share this post
গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন এমন এক সিদ্ধান্ত গ্রহণ করল, যা কার্যত যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন ও ধনসম্পন্ন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের উপর এক আক্রমণাত্মক শাসনপ্রয়াস। প্রেসিডেন্ট অ্যালান গারবার এবং বোর্ডের সিনিয়র ফেলো পেনি প্রিট্স্কারকে পাঠানো এক অত্যুগ্র পত্রে হোয়াইট হাউস দাবি করে, তারা হার্ভার্ডের পাঠ্যক্রম, নিয়োগনীতি এবং ভর্তি-প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে চায়। বিশ্ববিদ্যালয় যদি এ দাবি মেনে নিত, তবে তা কেবল আত্মনিয়ন্ত্রণ নয়—শিক্ষার স্বাধীনতার মৌলিক আদর্শ বিসর্জনের নাম হতো।