Riton Khan
Riton Khan
আমি লিখি কারণ আমি বিশ্বাস করি, সাহিত্যের মধ্যে দিয়ে একটা API খুলে রাখা যায়, যার মাধ্যমে মানুষ তার নিজের অস্তিত্বের প্রশ্নগুলো আলতো করে পৃথিবীর গায়ে টোকা মেরে পাঠিয়ে দিতে পারে—উত্তরটা একদিন মেলে, হয়তো গুগল করে নয়, বরং একটা গল্প পড়ে।
Recommendations
পড়ুয়া
Riton Khan